জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন উদ্যোগ
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১:৪৩ পিএম

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং মনস্তাত্ত্বিক ও সামাজিক সহায়তা (এমএইচপিএসএস) প্রদানের লক্ষ্যে 'দ্য ওয়েলবিং প্রজেক্টের' সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৫ অক্টোবর) হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টারের (এইচআরডিসি) উদ্যোগে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড হসপিটালে (এনআইএমএইচ) এ কর্মশালা হয়।

ড্যানিশ ইনস্টিটিউট অ্যাগেইনস্ট টর্চারের (ডিআইজিএআইটিওয়াই) সহযোগিতা এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (ডিএএনআইডিএ) আর্থিক সহায়তায় এ আয়োজনের লক্ষ্য ছিল ২০২৪-এর গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং মানসিক স্বাস্থ্য ও মনস্তাত্ত্বিক সামাজিক সহায়তা সেবা (এমএইচপিএসএস) শক্তিশালী করা।

শহীদ মাহমুদুর রহমান শৈকতের বাবা মাহবুবুর রহমান বশিরের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, যিনি গণঅভ্যুত্থানের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য এইচআরডিসির দায়িত্বের ওপর জোর দেন। 

কর্মশালায় এইচআরডিসির সেক্রেটারি জেনারেল ও সিইও মো. মাহবুল হক স্বাগত বক্তব্য দেন এবং এইচআরডিসির পরিচালক মো. জিয়ানুর কবির গণঅভ্যুত্থানের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মিস্টার অ্যান্ডার্স কার্লসেন বাংলাদেশে সংঘাত-আক্রান্ত ব্যক্তিদের এমএইচপিএসএস এবং পুনর্বাসন কর্মসূচিতে সহায়তার জন্য ডেনমার্কের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি গণতন্ত্র, নিরাময় ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে এই অংশীদারিত্বের জন্য গর্ব প্রকাশ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান প্রাতিষ্ঠানিক সমন্বয়ের গুরুত্বের ওপর জোর দেন এবং টেকসই সহায়তা নিশ্চিত করতে সরকারি সংস্থা, কর্মসংস্থান ব্যাংক, এনজিও ও অন্যান্য অংশীদারদের মধ্যে যৌথ সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং মানসিক স্বাস্থ্যসেবা এই দুটি দিক গভীরভাবে আন্তঃসংযুক্ত।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর জানান, গণঅভ্যুত্থানের ক্ষতিগ্রস্ত ৪০ জনকে ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটাল (এনআইওএইচ) এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সহায়তায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। জুলাইয়ের ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এইচআরডিসির এই উদ্যোগের প্রশংসা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর বলেন, যদিও ফাউন্ডেশন সীমিত সংখ্যক ক্ষতিগ্রস্তদের নিয়ে কাজ করছে, তবে হতাশার শিকার ১২ হাজার ৪৫৪ জন ক্ষতিগ্রস্তের পুনর্বাসন ও পুনরুদ্ধার নিশ্চিত করা জরুরি এবং এটি কোনো সহজ কাজ নয়। তিনি তাদের চ্যালেঞ্জের মূল কারণ চিহ্নিত করতে এবং কার্যকর হস্তক্ষেপের পরিকল্পনা প্রণয়নের জন্য গবেষণা পরিচালনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। 

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসী আরা জামান জানান, ফাউন্ডেশনে যোগ দেওয়ার আগে থেকেই তিনি এই বিষয়ে জোর দিয়েছেন যে, মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের উন্মাদ হিসেবে কলঙ্কিত করা উচিত নয়। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য টেকসই সহায়তা নিশ্চিত করতে এইচআরডিসি এবং ফাউন্ডেশনের মধ্যে সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের ক্ষতিগ্রস্তরা তাদের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং অব্যাহত পুনর্বাসন, অন্তর্ভুক্তি ও মর্যাদার জন্য আহ্বান জানান। কর্মশালায় নাগরিক সমাজ, এনজিও এবং সরকারি সংস্থার প্রতিনিধিরা, যার মধ্যে জেনা দেরখশানি হামাদানি (iccbr,d), সুমাইয়া তাসনিম (SOCCHAR), ফরহাদ হোসেন (LEEDO), মো. মাসুদ রানা সৌরভ (জুলাই যোদ্ধা সংসদ), আমিনুর রাসুল (PHM), মো. আনোয়ার হোসেন (পরিচালক ও যুগ্ম সচিব, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো) উপস্থিত ছিলেন। 

তারা অধিকারভিত্তিক, ক্ষতিগ্রস্ত-কেন্দ্রিক পুনর্বাসন, মনস্তাত্ত্বিক সামাজিক সহায়তা এবং দীর্ঘমেয়াদি যত্নের কৌশল নিয়ে সমৃদ্ধ আলোচনা করেন। এনআইএমএইচর পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এই কর্মশালাটি 'দ্য ওয়েলবিং প্রজেক্টের’ ভিত্তি স্থাপন করে, যা বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সকল ক্ষতিগ্রস্তের মনস্তাত্ত্বিক, সামাজিক এবং পুনর্বাসনমূলক চাহিদা পূরণের জন্য একটি সহযোগিতামূলক পদ্ধতি নিশ্চিত করবে।

জ/দি
ডেঙ্গুতে আরও চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮

ডেঙ্গুতে আরও চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮

গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ
চাকসু নির্বাচন চার ঘণ্টায় ভোট পড়ল কত

চাকসু নির্বাচন চার ঘণ্টায় ভোট পড়ল কত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট শুরুর চার ঘণ্টা পরও
‘অস্বাস্থ্যকর’ বাতাসে দূষিত শহরের তালিকায় চতুর্থ ঢাকা

‘অস্বাস্থ্যকর’ বাতাসে দূষিত শহরের তালিকায় চতুর্থ ঢাকা

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’। ১৬৭ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী
ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ কমছেই না। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু খবর আসছে। প্রতিদিন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft