চাকসু নির্বাচন
'ভোটার হিসেবে ইতিহাসের সাক্ষী হতে এলাম'
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১০:৫৭ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

ভোর থেকেই উৎসবমুখর পরিবেশে ক্যাম্পাসে আসছেন শিক্ষার্থীরা। সকাল ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছাড়ে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন। প্রায় এক ঘণ্টা পর সকাল ৮টা ২০ মিনিটে ক্যাম্পাসে পৌঁছান হাজারো শিক্ষার্থী। ট্রেন থেকে নেমে তারা ছুটে যান নিজ নিজ অনুষদ ভবনের দিকে, যেখানে পাঁচটি অনুষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ ক্লাস বা পরীক্ষা নেই শিক্ষার্থীদের। তাদের একমাত্র লক্ষ্য-৩৫ বছর পর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ভোট দেওয়া।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উম্মে হুমায়রা বলেন, ‘৩৫ বছর পর আমাদের চাকসু নির্বাচন। এটা যেমন গর্বের বিষয়, তেমনি আমরা চাই যোগ্য প্রার্থী নির্বাচিত হোক।’

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী পারমিতা চক্রবর্তী বলেন, ‘এত দিন ক্লাস-পরীক্ষার জন্য ক্যাম্পাসে আসতাম। আজ এলাম ভোটার হিসেবে ইতিহাসের সাক্ষী হতে।’

এবার চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন, এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। প্রার্থী হয়েছেন ৯০৮ জন। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন প্রার্থী। এছাড়া ১৪টি হল ও একটি হোস্টেলে প্রার্থী হয়েছেন ৪৯৩ জন।

কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জ/উ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৬ অক্টোবর

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৬ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে। আজ সোমবার (১৩
ভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তর

ভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে নতুন দুটি পৃথক অধিদপ্তর করা হচ্ছে। একটি মাধ্যমিক শিক্ষা
ঢাবি-বুয়েট ও ঢামেকের পরিচ্ছন্নতায় সমন্বিত ভাবে কাজ করবে ডিএসসিসি

ঢাবি-বুয়েট ও ঢামেকের পরিচ্ছন্নতায় সমন্বিত ভাবে কাজ করবে ডিএসসিসি

ঢাবি, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণে ক্যাম্পাস প্রশাসন ও ঢাকা দক্ষিণ সিটি
চাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবিরের

চাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবিরের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাল্টাপাল্টি অভিযোগ জমা দিয়েছে ছাত্রদল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft