ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১০:০৩ পিএম

জিততেই হবে এমন সমীকরণ মাথায় নিয়ে এশিয়ান কাপের বাছাইপর্বের ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। কিন্তু এই ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ মুহূর্তে রাকিবের গোলে ভর করে কোনো রকম ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এতে এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে হামজা-জামালদের। 

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। হংকংয়ের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাথিউ ওর। আর শেষ দিকে বাংলাদেশকে সমতায় ফেরান রাকিব।

ফ্রান্সকে রুখে দিলো আইসল্যান্ড, জার্মানির কষ্টার্জিত জয়

এদিন শুরুতে দুই দলই নিজেদের রক্ষণভাবে বেশি মনোযোগ দিয়েছিল। ফলে প্রথম ১০ মিনিটে বল দখলে স্বাগতিক হংকং ৫৪ শতাংশ এবং বাংলাদেশের ৪৬ শতাংশ। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপর চাপ বাড়ায় স্বাগিতকরা।

প্রায় একই ধাঁচের ফুটবল খেলছে। তবে এখনও পর্যন্ত আক্রমণে তেমন কোনো বিপজ্জনক সুযোগ তৈরি করতে পারেনি। বল দখলে অবশ্য স্বাগতিক হংকং সামান্য এগিয়ে—৫৪ শতাংশ। বাংলাদেশের ৪৬ শতাংশ।

২৬ মিনিট বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে একটা ভালো সুযোগ পেয়েছিল স্বাগতিকেরা। তবে ভুল করেননি বাংলাদেশের ডিফেন্ডাররা। বিপদমুক্ত করেছেন দলকে।

হংকংয়ের অসহযোগিতার জবাব মাঠে দিতে চান বাফুফে সভাপতি

৩৬তম মিনিটে বাঁ পাশ দিয়ে গড়া হংকংয়ের আক্রমণ ঠেকাতে গিয়ে ফার্নান্দোকে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন তারিক কাজী। সঙ্গে সঙ্গেই তারিককে হলুদ কার্ড দেখিয়ে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে ম্যাথিউ ওরের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

এরপর গোল পরিশোধ করতে প্রতিপক্ষের উপর চাপ বাড়ানোর চেষ্টা করেন হামজারা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে সমতায় ফিরতে পারছিল না তারা। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হংকং।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু তেমন কোনো বড় সুযোগ তৈরি করতে পারছিলেন না হামজারা। এক পর্যায়ে মনে হচ্ছিল হার নিয়ে মাঠ ছাড়তে হতে পারে বাংলাদেশকে। 

ভারত সিরিজের আগে ধাক্কা খেলো অস্ট্রেলিয়া

তবে শেষদিকে চমক দেখান রাকিব হোসেন। ৮৩তম মিনিটে প্রতিপক্ষের বক্সের ডান দিকে ফাহমিদুলের হেড থেকে পাওয়া বল দুর্দান্ত ফিনিশিংয়ে জালে পাঠান  স্ট্রাইকার রাকিব হোসেন। এতে ১-১ গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

শেষ দিকে বেশকয়েকটি আক্রমণ তৈরি করলেও সেটা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি। এতে ১-১ গোলে ড্র করে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ফুটবল   এশিয়ান কাপ   বাংলাদেশ   হংকং  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft