‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেলেন হানিয়া আমির
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৪:৪০ পিএম আপডেট: ১৪.১০.২০২৫ ৫:২০ পিএম

সদ্য বাংলাদেশ ঘুরে যাওয়া জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এবার ‘হাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে জিতে নিলেন ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’। এই বিশেষ সম্মাননা হাতে পাওয়ার পর মঞ্চে এসে তিনি পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই আবেগঘন মুহূর্তের ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

জমকালো ‘দশম হাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে নীল রঙের ঝলমলে পোশাকে উজ্জ্বল উপস্থিতি ছিল হানিয়া আমিরের। হাতে বিশেষ পুরস্কার ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ নিয়ে মঞ্চে উঠে তিনি যখন বক্তব্য শুরু করেন, তখন সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। 

পুরস্কার হাতে নিয়ে হানিয়া আমির তার চিরাচরিত স্বভাবসুলভ হাসিতে সবার আগে সালাম দিয়ে সবাইকে শুভেচ্ছা জানান। বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। যখনই আমি মঞ্চে আসি, কী বলব কোনো ধারণাই থাকে না। কিন্তু অনেক ধন্যবাদ।’ 

এরপর তিনি তার কাছের মানুষ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি আমার পরিবার, বন্ধুদের ধন্যবাদ দিতে চাই যারা আমার পরিবারের মতোই। আর আমার ভক্তরা, যারা অবিশ্বাস্য ও পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ, তারাও আমার পরিবারের মতো। অনেক ধন্যবাদ।’ 

তার কথায়, ‘অনলাইন বা সামনাসামনি আপনারা যে ভালোবাসা দেখান, তার জন্য কৃতজ্ঞতা। এখানে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। এই পুরস্কার পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের।’ 

উল্লেখ্য, 'হাম অ্যাওয়ার্ডস' পাকিস্তানি বিনোদন জগতের অন্যতম সম্মানজনক আয়োজন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কাজের মাধ্যমে যারা বিশেষ খ্যাতি অর্জন করেন, তাদের এই 'গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড' দেওয়া হয়।

জ/দি
ফিরছেন ‘লগে আছি ডট কম’র বাচ্চু ভাই

ফিরছেন ‘লগে আছি ডট কম’র বাচ্চু ভাই

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে এলাকার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন বাচ্চু (মুসাফির সৈয়দ বাচ্চু)। সব সময়
জিসাস কেন্দ্রীয় কমিটির ৭ শুন্য পদে সদস্য অন্তর্ভুক্ত করে কমিটি গঠন

জিসাস কেন্দ্রীয় কমিটির ৭ শুন্য পদে সদস্য অন্তর্ভুক্ত করে কমিটি গঠন

জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) কেন্দ্রীয় কমিটির ৭ শুন্য পদে সদস্য অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করা
প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ

প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ

টেলিভিশন থেকে ওটিটি এমনকি বড় পর্দা সব মাধ্যমেই দাপটের ছাপ রেখে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন
হলিউড অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন

হলিউড অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft