জুবিনের মৃত্যু: দুই ব্যক্তিগত দেহরক্ষী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৯:৩২ পিএম

ভারতের আসামের কণ্ঠশিল্পী জুবিন গার্গের মৃত্যু তদন্তে গ্রেপ্তার আরও দুই। স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) সকালে আসাম পুলিশ গ্রেপ্তার করেছে জুবিনের দুই ব্যক্তিগত দেহরক্ষীকে। এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত।

সিঙ্গাপুরে গায়কের আকস্মিক মৃত্যুর পর থেকে তোলপাড় শুরু হয় পুরো ভারতজুড়ে। কীভাবে মৃত্যু হলো জুবিনের, বারবার এই প্রশ্নই উঠছে। এবার সেই কাণ্ডে জড়িত সন্দেহে গায়কের দুই নিরাপত্তা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হল। 

প্রকাশ পেয়েছে ‘সোলজার’-এর টিজার

গ্রেপ্তারকৃতরা হলেন- নন্দেশ্বর বরা ও পরেশ বৈশ্য। ২০১৩ সালে বিহু উদযাপনের সময় হিন্দি গান গাওয়ার জন্য হত্যার হুমকি পেয়েছিলেন এই গায়ক। সেই সময় তার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তখন থেকেই ওই দুই কর্মকর্তা ছিলেন গায়কের নিরাপত্তার দায়িত্বে।

এই মৃত্যুর তদন্তে নেমে এসআইটি-র হাতে আসে কিছু বিস্ফোরক তথ্য। জুবিনের মৃত্যুর আগে ওই দুই ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল বলে জানা যায়। একজনের অ্যাকাউন্টে ৭০ লাখ টাকা এবং অন্যজনের অ্যাকাউন্টে ৪০ লাখ টাকার লেনদেন হয় বলে খবর, যা তাদের বেতনের থেকে অনেক বেশি।

বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

এসআইটি সূত্রে খবর, ওই দুই কর্মকর্তা জুবিনের সঙ্গে সিঙ্গাপুরে যাননি। এর দুই দিন আগে জুবিনের চাচাতো ভাই ও পুলিশ কর্মকর্তা সন্দীপন গার্গকে গ্রেপ্তার করা হয়েছিল। তার আগে গ্রেপ্তার হয়েছেন গায়কের সহকারি সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী, ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত ও সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহন্ত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন   গ্রেপ্তার   আসাম পুলিশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft