সব সংশয় ধুয়েমুছে গেছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রেস সচিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৯:২৮ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘নির্বাচন নিয়ে যত সংশয়, সব ধুয়েমুছে গেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো সংশয় নেই।’

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

যেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আভাস

প্রেস সচিব বলেন, ‘অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে।’ 

রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে নির্বাচনি আমেজ শুরু হয়েছে। হালুয়াঘাটে দেখেছি নেতাদের পোস্টার। দলগুলো যখন দুই-তিন সপ্তাহ পর থেকে প্রার্থী ঘোষণা শুরু করবেন, তখন নির্বাচনি পরিবেশ আরও জমজমাট হয়ে উঠবে।’

স্কুল ফিডিংয়ে দুধের পাশাপাশি ডিমও যুক্ত করতে হবে: ফরিদা আখতার

এসময় জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে কোনো বড় ধরনের সমস্যা নেই বলেও জানান শফিকুল আলম।

এর আগে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট সড়ক দিয়ে যাওয়ার সময় নির্বাচনের পূর্বপ্রস্তুতির চিত্র পথে পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   নির্বাচন   প্রেস সচিব  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft