প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৮:১৬ পিএম

রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৯শ ১০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চর গোপিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- পাংশা উপজেলার চরগোপিনাথপুর গ্রামের আলম মন্ডলের ছেলে রফিকুল মন্ডল (৩০) ও সাকদা গ্রামের আলী প্রামানিকের ছেলে বাচ্চু (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা উপজেলার চরগোপিনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোপিনাথপুর গ্রামের আলমন্ডলের বসতবাড়ি হতে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৯১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।