প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:৩৪ পিএম

“আমি কন্যা শিশু-স্বপ্ন গড়ি,সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ পালিত হয়েছে।
সেইভ দ্য চিলড্রেন ও ব্র্যাক-এর সহযোগিতায় আজ বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, নারী উন্নয়ন কর্মী ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর সুরক্ষা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। কন্যাশিশুদের আত্মবিশ্বাসী ও স্বনির্ভর করে গড়ে তোলাই জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি।