আইসিসিতে অভিযোগ : গাজা গণহত্যার সহযোগী ইতালির প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১:৫৫ পিএম

গাজায় হামলার সময় ইসরায়েলকে সমর্থনের কারণে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘গণহত্যার সহযোগী’ দাবি করে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরএআই-এর সঙ্গে সাক্ষাৎকারে মেলোনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, তাকে ‘গণহত্যার সহযোগিতার অভিযোগে’ অভিযুক্ত করা হয়েছে। যদিও এই অভিযোগ আন্তর্জাতিক আদালত এখনো নিশ্চিত করেনি।

মেলোনি জানিয়েছেন, তার দেশের প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো এবং পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিকেও ‘নিন্দা’ করা হয়েছে।

এছাড়া ইতালীয় অস্ত্র ও মহাকাশ সংস্থা লিওনার্দোর প্রধান রবার্তো সিঙ্গোলানির নামও থাকতে পারে বলে জানান মেলোনি।

অভিযোগটি গত ১ অক্টোবর দায়ের করা হয়েছে এবং এতে প্রায় ৫০ জন, আইন প্রফেসর, আইনজীবী এবং কয়েকজন জনবিচারক স্বাক্ষর করেছেন। তারা মেলোনি ও অন্যদের ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহের মাধ্যমে সহযোগিতার অভিযোগ তুলেছেন।

আদালতে দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে, ‘ইসরায়েলি সরকারের সমর্থন, বিশেষত ঘাতক অস্ত্র সরবরাহের মাধ্যমে ইতালির সরকার চলমান গণহত্যা এবং প্যালেস্টাইনিদের বিরুদ্ধে সংঘটিত চরম গুরুতর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সহযোগী হয়ে গেছে।’

এফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্যালেস্টাইনীয় অ্যাডভোকেসি গ্রুপ এই অভিযোগ দায়ের করে আদালতকে আহ্বান জানিয়েছে যে, ইতালির প্রধানমন্ত্রী মেলোনির বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হোক।

জ/উ
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন অধ্যাপক

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন অধ্যাপক

পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান রাখায় নোবেল পুরষ্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তিন অধ্যাপক। আজ মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেলপ্রাপ্তদের
ইসরায়েলের কারাগারে আমাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে : থুনবার্গ

ইসরায়েলের কারাগারে আমাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে : থুনবার্গ

সুইডিশ জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সোমবার গ্রীসে পৌঁছেছেন। তার সঙ্গে ছিলেন ইসরাইল থেকে বহিষ্কৃত
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত দিল্লি: বিক্রম মিশ্রি

বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত দিল্লি: বিক্রম মিশ্রি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। আগামী
চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিদ্যায় অনবদ্য অবদান রাখায় চলতি বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন চিকিৎসাবিজ্ঞানী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft