ভাড়ায় যেতে অস্বীকার করায় প্রকাশ্যে পিতা-পুত্রকে কুপিয়ে জখম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১০:২৮ পিএম

ভাড়ায় যেতে অস্বীকার করায় ঝিনাইদহে এক ভ্যানচালক ও তার ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে এক বখাটে যুবক। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলার বাজিতপুর গ্রামের ভ্যানচালক জাহাঙ্গীর হোসেন (৫৫) ও তার ছেলে ইজাজুল (২৫)।

পাংশায় ওয়ান শুটারগানসহ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিমুল মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালপাড়া বাজারে এসে জাহাঙ্গীরের ভ্যানে ভাড়া করে অন্যত্র যেতে চান। ক্লান্ত থাকায় জাহাঙ্গীর ভাড়ায় যেতে রাজি না হলে শিমুল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়।

চোখের সামনে পিতাকে কুপিয়ে জখম করতে দেখে পাশে চানাচুর বিক্রি করা ছেলে ইজাজুল এগিয়ে এসে বাধা দিলে তাকেও এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে শিমুল।

স্থানীয়রা জানান, শত শত মানুষের উপস্থিতিতে এ ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেননি। পরে গুরুতর আহত পিতা-পুত্রকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বাকেরগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের ‘মনগড়া’ বিদ্যুৎ বিলে বিক্ষোভ

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন বড়ুয়া বলেন, ধারালো অস্ত্রের আঘাতে দুজনেরই শরীরের একাধিক স্থানে গভীর ক্ষত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, প্রকাশ্যে এমন নৃশংস হামলার পরও কেউ বাধা না দেওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) শামসুজ্জোহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলাকারী শিমুলকে আটকের জন্য অভিযান চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   ঝিনাইদহ   কুপিয়ে জখম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft