আমি সেই মানুষটা হতে পারিনি, যাকে সবাই দেখতে চেয়েছিল: বাঁধন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১:১৮ পিএম

সমাজের বিভিন্ন অসম বিষয় নিয়ে প্রায়ই সোচ্চার থাকতে দেখা যায় আজমেরী হক বাঁধনকে। কথা বলতে রাখঢাক করেন না। নিজের কথা বলেন প্রাণ খুলে। সমাজ আর একজন অস্বস্তিকর নারী- শিরোনামে আজ একটি পোস্ট করেছেন বাঁধন। সেখানে নিজের ব্যর্থতার কথাও বলেছেন তিনি।

আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘আমি এমন এক মেয়ে হতে চেয়েছিলাম, যে সবাইকে খুশি রাখে- যে অনুগত, বাধ্য, শান্তভাবে মানিয়ে নেয়। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি সেই মানুষটা হতে পারিনি, যাকে সবাই দেখতে চেয়েছিল। আমি চেষ্টা করেছিলাম, সত্যি করেছিলাম। চেষ্টা করেছিলাম, পরিবারের প্রত্যাশিত মেয়ে হতে, চেষ্টা করেছিলাম সমাজের বানানো ‘নারী’ হতে। কিন্তু ব্যর্থ হয়েছি। আর সেই ব্যর্থতার জন্য আজ নিজেকেই ধন্যবাদ জানাই।’

ব্যর্থতার কারণ উল্লেখ করে বাঁধন লিখেছেন, ‘আমি অন্য কারও স্ক্রিপ্টে বাঁচার জন্য জন্মাইনি। আমার কথা অনেকের কাছে অস্বস্তিকর, আমার কাজ অনেকের সান্ত্বনার সীমা ভেঙে দেয়। আমি সহজ মানুষ নই, কিন্তু নির্মমও নই। আমি কাউকে আঘাত দিই না, অসম্মানও করি না- যদিও অনেকেই আমার প্রতি তা করে।’

চলতি মাসের শেষে ৪২ বছরের পা দেবেন বাঁধন। জীবন এই সময়ে এসে নাকি শান্তি খুঁজে পেয়েছে এই অভিনেত্রী।

বাঁধনের কথায়, ‘চল্লিশের পর এসে আমি নিজের সঙ্গে শান্তিতে আছি। এখন আমি বাঁচি আমার মতো করে- স্বাধীনভাবে, সৎভাবে, বিনা ক্ষমাপ্রার্থনায়। কেউ এতে কষ্ট পেলে, উপেক্ষা করুক, ব্লক করুক, ঘৃণা করুক। আমার কিছু আসে যায় না। কারণ, যাদের আমি অস্বস্তিতে ফেলি, তাদের পাশাপাশি আছে অনেকেই, যারা আমাকে ভালোবাসে, বোঝে, আমার সত্যে শক্তি খুঁজে পায়। আর সবচেয়ে বড় কথা-আমি নিজেকে ভালোবাসি।

শেষে বাঁধন লিখেছেন, ‘আমি ভাঙা নই। আমি শুধু এমন এক পৃথিবীর কাছে অস্বস্তিকর, যে পৃথিবী এখনো আসল নারীকে ভয় পায়। ভালোবাসি তোমায়, আজমেরী হক বাঁধন। তুমি যে নারী হতে চেয়েছিলে, শেষ পর্যন্ত তুমি সেই নারীই হয়েছো।’

জ/দি
আমি এক ডজন বিয়ে করব : পরীমণি

আমি এক ডজন বিয়ে করব : পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ের চেয়ে বেশি ব্যক্তিজীবন নিয়েই আলোচনায় থাকেন। প্রেম-বিয়ে নিয়ে একাধিকবার
রাশমিকার পোস্টে উত্তাল নেটদুনিয়া

রাশমিকার পোস্টে উত্তাল নেটদুনিয়া

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার শেষ নেই।
আলিয়া ভাটের ফিটনেস রহস্য!

আলিয়া ভাটের ফিটনেস রহস্য!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে
আমি আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই : পরীমণি

আমি আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই : পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। যার ভক্ত সংখ্যাও কম না। শুধু ফেসবুকেই ১৬ মিলিয়ন অনুসারী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আজমেরী হক বাঁধন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft