দীর্ঘ ৩৪ দিন পর আজ খুলছে বাকৃবি ক্যাম্পাস
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ১২:২২ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় দীর্ঘ ৩৪ দিন বন্ধ থাকার পর অবশেষে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদ ও ১টি ইনস্টিটিউটের মধ্যে ১টি অনুষদে এখনও পাঠদান বন্ধ রয়েছে।

আজ রোববার সকাল থেকে বিভিন্ন অনুষদের একাডেমিক সময়সূচি অনুযায়ী শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা প্রত্যাহার করার পর গত শুক্রবার থেকে শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেন।

সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা দল বেধে শ্রেণিকক্ষে প্রবেশ করছেন। কারও কাঁধে ব্যাগ, কারও হাতে বই-খাতা। সবার মুখে খুশির হাসি। দীর্ঘদিন পর শ্রেণিকক্ষে ফিরতে পেরে তারা প্রাণচঞ্চল। অনেক অনুষদে শিক্ষক ও শিক্ষার্থীদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পাঠদান চলতে দেখা যায়।

কৃষি অনুষদের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ৩৪ দিন পর শ্রেণিকক্ষে ফিরতে পেরে আমরা আনন্দিত। শ্রেণিকক্ষে বইয়ের গন্ধ পেয়ে সেশনজটের আশঙ্কা থেকেও মুক্তি মিলেছে। এখন থেকে নিয়মিত ক্লাস ও পরীক্ষা হোক, এটাই আমাদের প্রত্যাশা। তবে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক নিরাপত্তা নিয়ে আমাদের উদ্বেগ এখনও রয়ে গেছে। গত কয়েকদিনে বহিরাগতদের সংশ্লিষ্টতায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা আশা করি, প্রশাসনের কার্যকর পদক্ষেপে এমন ঘটনা আর ঘটবে না এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ থাকবে।’

কৃষি অনুষদের আরেক শিক্ষার্থী মো. আলিফ রিয়াদ খান বলেন, ‘দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে ফিরতে পেরে অনিশ্চয়তার অবসান ঘটেছে। শিক্ষাজীবনের স্থবিরতা কাটিয়ে এখন সবাইকে আরও দায়িত্বশীল ও সহনশীল হতে হবে, যাতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় থাকে। পাশাপাশি সেশনজট যাতে না হয়, সেজন্য প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’

পশুপালন অনুষদের শিক্ষার্থী হিমেল বলেন, ‘দীর্ঘ আন্দোলন ও পূজার ছুটির পর অবশেষে ক্লাস শুরু হয়েছে। একজন শিক্ষার্থীর জন্য নিঃসন্দেহে এটি আনন্দের খবর। আমরা আশা করি, ক্লাসে ফেরার মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার দূরত্ব ঘুচে যাবে এবং পারস্পরিক সম্পর্ক ও আস্থা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমরা শিক্ষার্থীরা যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করতে প্রস্তুত আছি।’

উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘অতীতে কী হয়েছে, আমরা আর পেছনে তাকাব না। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ইতিবাচকভাবে আমরা সবাই এগিয়ে যাব, এটাই এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের লক্ষ্য হবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং আগের চেয়েও উন্নত এক বাকৃবি গড়ে তোলা।’

জ/উ
জনগণের মতামত ছাড়াই তৈরি হয়েছে রামপাল পাওয়ার প্ল্যান্ট : পরিবেশ উপদেষ্টা

জনগণের মতামত ছাড়াই তৈরি হয়েছে রামপাল পাওয়ার প্ল্যান্ট : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মন্তব্য
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
জাতিসংঘে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন ড. ইউনূস : শফিকুল আলম

জাতিসংঘে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন ড. ইউনূস : শফিকুল আলম

৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ বাংলাদেশের দায়িত্বশীল বৈশ্বিক ভূমিকাকে আরও সুদৃঢ়
ভারী বৃষ্টি নিয়ে ৪৮ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের

ভারী বৃষ্টি নিয়ে ৪৮ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের

ভারী বৃষ্টিপাত নিয়ে ৪৮ ঘণ্টার সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের মধ্যে দেশের তিন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft