জনগণের মতামত ছাড়াই তৈরি হয়েছে রামপাল পাওয়ার প্ল্যান্ট : পরিবেশ উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ১২:০১ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মন্তব্য করেছেন, বিগত সরকারের আমলে তৈরি হওয়া রামপাল পাওয়ার প্ল্যান্ট জনগণের মতামত ছাড়াই হয়েছে। শুধু তাই নয়, বন মন্ত্রণালয়কে চাপ প্রয়োগ করে বনভূমিও ছাড়তে বাধ্য করা হয়েছিল বলে তিনি জানান। 

রোববার (৫ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে হোটেল লেক ক্যাসলে আয়োজিত রিজনাল ইনফ্র্যাসট্রাকচার মনিটরিং অ্যালাইয়েন্স কনফারেন্সে তিনি এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা প্রশ্ন তোলেন, 'এটাই কি গণতন্ত্র? আমরা কি "না" বলার অধিকার হারিয়ে ফেলেছি?'

সৈয়দা রিজওয়ানা হাসান আরও জানান, গত এক দশকে ঋণ, মুদ্রাস্ফীতি এবং ভুল বিনিয়োগ জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল, যা কখনোই শোধরানো হয়নি। তিনি বলেন, জনগণের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বিদেশী বিনিয়োগ আসায় দেশের নিরাপত্তা, পরিবেশ, বন সবকিছুই অনিশ্চয়তার মধ্যে পড়েছে। 

পরিবেশ উপদেষ্টা জোর দিয়ে বলেন, 'আমরা বিদ্যুৎ চাই, কিন্তু পরিবেশ ধ্বংস করে না। আমরা বিনিয়োগ চাই, কিন্তু আমাদের কথার দাম দিয়ে।' তিনি উল্লেখ করেন, দেশে অবশ্যই বিদ্যুতের প্রয়োজন আছে, কিন্তু কখনোই পরিবেশকে ধ্বংস করে নয়। 


তিনি মনে করেন, বিদেশী বিনিয়োগের ক্ষেত্রেও জনগণের চাওয়া এবং চাহিদার মূল্য দেওয়া উচিত। রিজওয়ানা হাসান যোগ করেন, বিদেশী বিনিয়োগ তখনই টেকসই হয়, যখন তা জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঙ্গে মিলে যায়, নয়তো তা শুধুই শোষণ হয়। 

তিনি বলেন, আজ বাংলাদেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, আর এই উন্নয়ন একতরফা ও নিঃস্বার্থ না হয়ে জনগণের কথা মাথায় রেখে একটি রূপান্তরমূলক এজেন্ডা অনুসরণ করা উচিত, যেখানে জনগণ থাকবে কেন্দ্রে।

জ/উ
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
জাতিসংঘে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন ড. ইউনূস : শফিকুল আলম

জাতিসংঘে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন ড. ইউনূস : শফিকুল আলম

৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ বাংলাদেশের দায়িত্বশীল বৈশ্বিক ভূমিকাকে আরও সুদৃঢ়
ভারী বৃষ্টি নিয়ে ৪৮ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের

ভারী বৃষ্টি নিয়ে ৪৮ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের

ভারী বৃষ্টিপাত নিয়ে ৪৮ ঘণ্টার সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের মধ্যে দেশের তিন
পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, চেনা রূপ পাচ্ছে রাজধানী

পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, চেনা রূপ পাচ্ছে রাজধানী

দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি শেষ হচ্ছে আজ। কর্মস্থলে যোগ দিতে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সৈয়দা রিজওয়ানা হাসান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft