একটি মহল খাগড়াছড়িকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০২ পিএম

একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ সেপ্টেম্বর) পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

খাগড়াছড়িতে সহিংসতায় ভারতের ইন্ধন রয়েছে কি না-সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কী, প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এটি একটি সত্যিকার প্রশ্ন। এটা যাতে তারা ঘটাতে না পারে, এ জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বর্তমানে সেখানে আছেন। তিনি বিষয়টি দেখছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতাদের সঙ্গে তিনি কথা বলছেন।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি করেছে। এই অস্ত্রগুলো অনেক সময় দেশের বাইরে থেকে আসে। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না। সাংবাদিক তো দেশটির নামটাই বলে দিয়েছেন। এটি প্রতিহত করতে হলে সবার সহযোগিতা দরকার, সবাই সেটা করবেন।’

‘গতকাল দেশে একটি বড় ধর্মীয় উৎসব শুরু হয়েছে। এ সময়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করেন, রাস্তা-ঘাট যাতে বন্ধ না করেন, এই পূজাটা যাতে নির্বিঘ্নে হতে পারে, সে বিষয়ে সবাই সহযোগিতা করবেন,’ -যোগ করেন তিনি।

খাগড়াছড়ির পরিস্থিতি ধীরে ধীরে ঘোলাটে হচ্ছে কি না-প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের দেশে সনাতনধর্মীদের একটি বড় উৎসব চলছে। সেটিকে শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটি মহল চাচ্ছে, এই উৎসবটা যাতে ভালোভাবে ও ধর্মীয় উদ্দীপনার সঙ্গে হতে না পারে। একটা মহলই কিন্তু খাগড়াছড়িতে এ ঘটনা ঘটানোর চেষ্টা করছে।’

ঢাকা শহরে পঞ্চাশটি থানার মধ্যে ২৫টির নিজস্ব ভবন আছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, বাকিগুলো বিভিন্ন ভাড়া বাসায় আছে। এখন আমরা নিজস্ব ভবন তৈরি করার চেষ্টা করছি। এরই মধ্যে পাঁচটি থানা আজ উদ্বোধন করা হয়েছে। এগুলো আগামী পনেরো মাসের মধ্যে শেষ করার কথা রয়েছে। আমি তাদের বলেছি, যদি আঠারো মাসের মধ্যে শেষ করে দিতে পারেন, তাহলে ধন্যবাদ জানাব। খুবই শিগগিরই শাহবাগ থানার ভবনেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারব।

জ/উ
শান্তিপূর্ণ নির্বাচনের সহায়তা দিতে চায় ব্রিটেন

শান্তিপূর্ণ নির্বাচনের সহায়তা দিতে চায় ব্রিটেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রিটেন শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা দিতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত
বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ সাবেক স্ন্যাপচ্যাট সিএসও ইমরান খান

বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ সাবেক স্ন্যাপচ্যাট সিএসও ইমরান খান

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ইমরান খান শনিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ
শিগগিরই 'সাংবাদিক সুরক্ষা আইন' প্রণয়ন করা হবে : মাহফুজ আলম

শিগগিরই 'সাংবাদিক সুরক্ষা আইন' প্রণয়ন করা হবে : মাহফুজ আলম

সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিগগিরই ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন করা হবে বলে
রোড ট্যাক্স পরিশোধে মিলবে ‘ই-ট্যাক্স টোকেন’

রোড ট্যাক্স পরিশোধে মিলবে ‘ই-ট্যাক্স টোকেন’

রোড ট্যাক্স পরিশোধের পর কিউআর কোডযুক্ত ই-ট্যাক্স টোকেন দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গাড়ির

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খাগড়াছড়ি   স্বরাষ্ট্র উপদেষ্টা   জাহাঙ্গীর আলম চৌধুরী   ঢাকা মেট্রোপলিটন পুলিশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft