শিগগিরই 'সাংবাদিক সুরক্ষা আইন' প্রণয়ন করা হবে : মাহফুজ আলম
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৭ এএম

সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিগগিরই ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন করা হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি জানান, এই আইনের ১৮টি খসড়া সংস্করণ তিনি পেয়েছেন এবং সেগুলো মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য সুপারিশ করেছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) নগরীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ এবং অভিযোগ : রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপ অধিবেশনে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গণমাধ্যম সম্পর্কিত সংস্কার নিয়ে আলোচনার জন্য সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এই সংলাপের আয়োজন করে।

সংলাপে মিডিয়া তথ্য উপদেষ্টা জানান, সংস্কারের অংশ হিসেবে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে একীভূত করার প্রস্তাব করেছিলেন। কিন্তু, কর্মীদের সমন্বয় এবং স্টেকহোল্ডারদের প্রভাবের কারণে জটিলতা দেখা দিয়েছে।

মাহফুজ আলম বলেন, বিজ্ঞাপনের হার বৃদ্ধির ফলে মিডিয়া হাউস মালিকরা উপকৃত হলেও, সাংবাদিকদের জন্য প্রকৃত সুবিধা নিয়ে প্রশ্ন রয়েছে। ‘সাংবাদিকরা আসলে কী পাচ্ছেন? মালিকদের কাছে এর কোনো উত্তর নেই’।

তিনি বলেন, আমার মেয়াদে কোনো মিডিয়া হাউস বন্ধ হয়নি, তবে ৭২ থেকে ৭৫ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। এই সমস্যাগুলো সমাধানের জন্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এস এম শামীম রেজা, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল, জি-৯ এর সাধারণ সম্পাদক ড. শাখাওয়াত হোসেন সায়ন্ত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী মহাসচিব এবং মিডিয়া ও প্রচার দলের প্রধান অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতনসহ অনেকে।

জ/উ
রোড ট্যাক্স পরিশোধে মিলবে ‘ই-ট্যাক্স টোকেন’

রোড ট্যাক্স পরিশোধে মিলবে ‘ই-ট্যাক্স টোকেন’

রোড ট্যাক্স পরিশোধের পর কিউআর কোডযুক্ত ই-ট্যাক্স টোকেন দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গাড়ির
দুর্গাপূজায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন

দুর্গাপূজায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন

বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ
‘ঢাকায় প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হবে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন’

‘ঢাকায় প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হবে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তথ্য ও সম্প্রচার উপদেষ্টা   মো. মাহফুজ আলম   সাংবাদিক সুরক্ষা আইন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft