বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ সাবেক স্ন্যাপচ্যাট সিএসও ইমরান খান
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৩ এএম

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ইমরান খান শনিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ৪৮ বছর বয়সী খান ১৮ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে আসেন এবং প্রযুক্তি কোম্পানিকে কেন্দ্র করে ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে খ্যাতি অর্জন করেন। প্রফেসর ইউনূস তাঁকে বাংলাদেশের দ্রুত বিকাশমান ফিনটেক, স্বাস্থ্যসেবা এবং সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগের আহ্বান জানান।

আলেফ হোল্ডিংস-এর বোর্ড চেয়ারম্যান ইমরান খান বলেন, দারিদ্র্য দূরীকরণে প্রফেসর ইউনূসের আজীবন প্রচেষ্টা তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে এবং এখনই মাতৃভূমিতে বিনিয়োগের উপযুক্ত সময়। খান প্রফেসর ইউনূসকে উদ্দেশ করে বলেন “আমি আপনার কাজের একজন বড় ভক্ত। আপনি আমাদের সবার জন্য জাতীয় গৌরব।”

পূর্বে জেপি মরগান ও ক্রেডিট সুইসে বিনিয়োগ ব্যাংকার হিসেবে কাজ করা খান আলিবাবার ঐতিহাসিক আইপিও সফল করার মূল ভূমিকায় ছিলেন। একইসঙ্গে তিনি স্ন্যাপচ্যাটে গুরুত্বপূর্ণ অবদান রেখে কয়েক মাসের মধ্যেই কোম্পানির মূল্য শূন্য থেকে বেড়ে ৭২৮ মিলিয়ন ডলার পর্যন্ত উন্নীত করেন।

সাক্ষাতে ইমরান খান উল্লেখ করেন, গত বছরের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। “সময়টি অনুকূল-বিধিবদ্ধ পরিবেশ আরও সহায়ক হয়ে উঠেছে।” 

ইমরান খান বিশেষভাবে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ফিনটেক খাতে আগ্রহ প্রকাশ করে বলেন, সঠিক সুযোগ এলে বিনিয়োগ আসবে। “বাংলাদেশ একটি ফ্রন্টিয়ার মার্কেট যেখানে ফিনটেকের সম্ভাবনা এখনো অপ্রচলিত। তরুণ জনসংখ্যা বিপুল এবং প্রবৃদ্ধির সম্ভাবনা অসাধারণ।”

২০১৮ সালে খান নিজের বিনিয়োগ প্রতিষ্ঠান প্রোইম অ্যাসেট প্রতিষ্ঠা করেন, যা প্রযুক্তিনির্ভর পরিবর্তনশীল খাত বিশেষত ফিনটেকে কেন্দ্রীভূত বিনিয়োগ করে। তাঁর বিস্তৃত বিনিয়োগ পোর্টফোলিওর মধ্যে রয়েছে পেমেন্টস, ডিজিটাল অবকাঠামো এবং সংশ্লিষ্ট খাত। প্রফেসর ইউনূস খানকে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা খান সানন্দে গ্রহণ করেন।

প্রফেসর ইউনূস বলেন, “বাংলাদেশের তরুণরা আপনার মতো রোল মডেল প্রয়োজন। দেশে এখন উত্তেজনাপূর্ণ সময় চলছে-আপনি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারবেন।” সাক্ষাতে প্রধান উপদেষ্টা মার্কিন শীর্ষ বিনিয়োগকারীদের তাঁদের মোট বিনিয়োগের এক শতাংশ সামাজিক ব্যবসা উদ্যোগে বা সমমনা কোম্পানিগুলোর অংশীদারিত্বে সামাজিক ব্যবসা তহবিল গঠনে বিনিয়োগের আহ্বান জানান।

জ/উ
রোড ট্যাক্স পরিশোধে মিলবে ‘ই-ট্যাক্স টোকেন’

রোড ট্যাক্স পরিশোধে মিলবে ‘ই-ট্যাক্স টোকেন’

রোড ট্যাক্স পরিশোধের পর কিউআর কোডযুক্ত ই-ট্যাক্স টোকেন দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গাড়ির
দুর্গাপূজায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন

দুর্গাপূজায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন

বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ
‘ঢাকায় প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হবে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন’

‘ঢাকায় প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হবে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ   বংশোদ্ভূত   মার্কিন যুক্তরাষ্ট্র   বিনিয়োগ   প্রধান উপদেষ্টা   প্রফেসর মুহাম্মদ ইউনূস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft