চাকসুতে প্যানেল ছাড়া লড়াইয়ে বাগছাসের ৯ প্রার্থী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৩ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্যানেল ছাড়াই স্বতন্ত্র হিসেবে অংশ নেবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্রার্থীরা। সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কোনো পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা না করলেও স্বতন্ত্রভাবে তাদের ৯ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

শাখা বাগছাসের প্রার্থীদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতানুল আরেফিন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে লড়বেন যুগ্ম সদস্য সচিব আশরাফ চৌধুরী।

ছাত্রী কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সহ-মুখপাত্র নওশীন তাবাচ্ছুম জুথি। সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে উলফাতুর রহমান রাকিব (যুগ্ম-আহ্বায়ক), সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে মো. নাঈম বিশ্বাস (সদস্য), সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে মো. তাওসিফ ইয়াসার রুদ্র (সংগঠক)।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে লড়বেন তানভীর অন্তু (যুগ্ম আহ্বায়ক), মো. ফয়সাল মিয়া (যুগ্ম সদস্য সচিব) ও মো. ওসমান গনি (সদস্য)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাখা বাগছাসের আহ্বায়ক মুনতাসির মামুন বলেন, আসন্ন চাকসু নির্বাচনে বাগছাস চবি শাখার পক্ষ থেকে কোনো প্রাতিষ্ঠানিক প্যানেল ঘোষণা করা হয়নি। তবে আমাদের সংগঠনের যে সকল নেতৃবৃন্দ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন, সংগঠন তাদের পাশে থাকবে এবং পূর্ণ সমর্থন জ্ঞাপন করবে। আমাদের দৃঢ় বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থীদের মাধ্যমে ছাত্রসংসদে মুক্তচিন্তা, গণতান্ত্রিক চেতনা ও ন্যায্যতার জয় হবে।

জ/উ
ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে যা বললেন ঢাবি উপাচার্য

ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে যা বললেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নীলক্ষেতে ৮৮ হাজার ব্যালট ছাপানোর বিষয়ে ব্যাখ্যা দিয়েছে
ঢাবিতে ১২ দিনের ছুটি, স্থগিত সব পরীক্ষা

ঢাবিতে ১২ দিনের ছুটি, স্থগিত সব পরীক্ষা

পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করে ১২ দিনের ছুটি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কর্তৃপক্ষ।
এইচএসসির ফলাফল প্রকাশের সময় নির্ধারণ

এইচএসসির ফলাফল প্রকাশের সময় নির্ধারণ

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। আজ শুক্রবার (২৬
আমরা বায়োটেকনোলজি বিপ্লবের দোরগোড়ায় আছি: শিক্ষা উপদেষ্টা

আমরা বায়োটেকনোলজি বিপ্লবের দোরগোড়ায় আছি: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, ‘বাংলাদেশকে স্বাস্থ্য, কৃষি ও পরিবেশের টেকসই সমাধানের

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়   ছাত্র সংসদ     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft