‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি বাদ যাচ্ছেন শিমুল?
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৩ পিএম

ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে আর দেখা যাবে না অভিনেতা শিমুল শর্মাকে। এমনটাই জানা গেল আলোচিত ধারাবাহিকের ইউনিট সংশ্লিষ্ট সূত্র থেকে। আলোচিত এই ধারাবাহিককে নতুন মাত্রা দিয়েছিলেন শিমুল। শিমুলের এই অনুপস্থিতিতে ব্যাচেলর পয়েন্ট তার জনপ্রিয়তার ধারাবাহিকতা কতটা অব্যাহত রাখতে পারবে- সেটা এখন প্রশ্ন।

তবে শিমুল কেন থাকছেন না ব্যাচেলর পয়েন্টে- সেটা জানা যায়নি। এ বিষয়ে শিমুলকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। তবে এই ধারাবাহিকের একজন শিল্পী নিশ্চিত করেছেন শিমুল থাকছেন না। তবে সেটা একেবারে স্থায়ী নাকি সাময়িক তা তিনি নিশ্চিত করেননি।

এ বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমির কণ্ঠেও একই সুর পাওয়া গেল। বলছেন, “গত আটবছর ‘ব্যাচেলর পয়েন্ট’ তার নিজস্ব ধারাবাহিকতা বজায় রেখে গল্প এগিয়ে চলছে। এখানে অনেকে আসবে আবার যাবে, অনেক নতুন চরিত্র তৈরি হবে এটাই স্বাভাবিক। সম্পূর্ণটা নির্ভর করে গল্পের ওপর। এখানে কাউকে জোর করে সরিয়ে দেওয়া বা যোগ করার সুযোগ নেই। গল্প প্রয়োজন মনে করলে এখানে যে কেউ ফ্রন্টলাইনে চলে আসে।”
 
কিছুদিন আগেই ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ শুরু হয়েছে। এই যাত্রা শুরুর আয়োজনেও শিমুল ছিলেন যথেষ্ঠ ঝলমলে। তাঁর এই আকস্মিক চলে যাওয়াকে অনেকে দুর্ঘটনাই মনে করছেন। নির্মাতা অমির সহকারী থেকে অভিনয়ে সুযোগ পেয়েছিলেন শিমুল। অন্যান্য চরিত্রের মতো এই চরিত্রটিও দর্শকদের কাছে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। 

আট বছর আগে ছোট পরিসরে শুরু হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। প্রচারের পর এই সিরিয়ালটি তুমুলভাবে জনপ্রিয় হয়ে ওঠে। এ কারণে প্রতিটি সিজনই নির্মাতা অমি চ্যালেঞ্জ নিয়ে সাফল্য পেয়েছেন।

জ/উ
অভিনয়ের পর এবার সংগীতেও ইতি টানলেন তাহসান, কনসার্টে আবেগঘন বিদায় ঘোষণা

অভিনয়ের পর এবার সংগীতেও ইতি টানলেন তাহসান, কনসার্টে আবেগঘন বিদায় ঘোষণা

দীর্ঘ দুই যুগের সংগীতজীবনের ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত দিয়েছেন তাহসান খান। জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র অডিশন শুরু

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র অডিশন শুরু

প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশনের রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’র অডিশন শুরু হচ্ছে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বাছাই
ওয়েবে অভিনয় নিয়ে যা বললেন রুনা খান

ওয়েবে অভিনয় নিয়ে যা বললেন রুনা খান

অভিনয়ে মুগ্ধতা ছড়িয়ে পেয়েছেন তারকাখ্যাতি। মূলত চরিত্র নির্ভর যে কোনো গল্পেই নিজেকে মানিয়ে নিয়ে নিদারুণ
‘বৌদি’ শব্দের বিকৃত ব্যবহার নিয়ে আক্ষেপ স্বস্তিকার

‘বৌদি’ শব্দের বিকৃত ব্যবহার নিয়ে আক্ষেপ স্বস্তিকার

টালিউডে আবারও আলোচনায় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তিনি এবার হাজির হচ্ছেন একেবারেই ভিন্ন আঙ্গিকে, নতুন ছবি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft