ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৪ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটি আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট।

আগামীতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। রাজনৈতিক সব দলের সঙ্গে আলোচনা হচ্ছে। আগামী নির্বাচনে সব ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে হবে। ঢাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন ছিল। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা পুরোপুরি ছিল। কোনো ঘটনা ঘটেনি। ঢাকসু নির্বাচনে কে জিতেছে, কে হেরেছে, সেটা আমাদের বিষয় না। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সফল। ৮০ শতাংশের মতো ভোট কাস্ট হয়েছে, যোগ করেন প্রেস সচিব।

জাতীয় স্বার্থে জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য: রিজওয়ানা

আজ শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের বাড়ি পরিদর্শনকালে এসব বলেন তিনি।  

এসময় মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, রেলওয়ে প্রকৌশলী ফয়জুল করিম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

শফিকুল আলম বলেন, ছোটবেলা যেখানে বসে কবি ফররুখ আহমদ কবিতা রচনা করতেন, সেই বাড়ি অক্ষত রেখে রেললাইন নির্মাণ করা হবে। মধুখালীর যে রেললাইন নির্মাণ করা হচ্ছিল, সেটি কবির বাড়ির ওপর দিয়ে যেত। কবির পরিবারের লোকজন রেললাইন নির্মাণ বাড়ির পাশ দিয়ে করার কথা বলেন। এখন কবির বাড়িও ওপর দিয়ে বা বাড়ি ঘেঁষে নয়, পাশ দিয়ে যাবে রেললাইন। রেলওয়ে এবং সড়ক বিভাগের পক্ষ থেকে বাড়িটি অক্ষত রেখে রেললাইন নির্মাণ করা হবে।  

তিনি আরও জানান, কবির বাড়ি অক্ষত রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাঠকের কলাম   জাতীয়   নির্বাচন   প্রেস সচিব  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft