নড়াইলে উদ্ধারকৃত সেই অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে
নড়াইল সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪১ পিএম

নড়াইলের নড়াগাতীতে উদ্ধারকৃত সেই অর্ধগলিত অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। মুন্নি খানম নামে ওই মেয়েটি নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের নলামারা গ্রামের প্রবাসী শিমুল মিনার মেয়ে। 

পুলিশ ও পারিবারিকসুত্রে জানা গেছে, গত ২৯ আগষ্ট রাতে পিতার বাড়ি থেকে নিখোঁজ হন মুন্নি। নিখোঁজের চারদিন পর গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াগাতী থানা এলাকার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। 

কুড়িল বিশ্বরোডে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

প্রায় এক বছর আগে খুলনা জেলার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের হৃদয়ের সঙ্গে পারিবারিকভাবে মুন্নি খানমের বিয়ে হয়। গত শুক্রবার (২৯ আগস্ট) সকালে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি নড়াগাতী থানার নলামারা গ্রামে বেড়াতে আসেন মুন্নি। বাবার বাড়িতে আসার পর ওইদিন রাতে বাড়ির উঠান থেকে নিখোঁজ হন তিনি। পরে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। এক পর্যায়ে ১ সেপ্টেম্বর নড়াগাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

নড়াগাতী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ‘মৃতদেহটি উদ্ধারের পর পরিচয় শনাক্ত হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নড়াইল   লাশ উদ্ধার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft