সন্দ্বীপে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার আসামি গ্রেপ্তার
সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৭ পিএম

চট্টগ্রামের সন্দ্বীপে পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সন্দ্বীপ থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার (১ সেপ্টেম্বর) সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আশ্রাফুল (৩৫) কে। তিনি মগধারা ইউনিয়নের হুইন্যাজার বাড়ির বাসিন্দা আব্দুল মোতালেব ওরফে মানিকের ছেলে। তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলায় আদালত যাবজ্জীবন সাজা দেন।

এদিকে আজ মঙ্গলবার সকালে উপজেলার শান্তিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় একাধিক মামলার আসামি রিদওয়ানকে। 

আসামি রিদওয়ান মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী আব্দুর রবের ছেলে। রিদওয়ানের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে, যার মধ্যে মাদক, অস্ত্র ও হত্যা মামলাও রয়েছে।

গ্রেপ্তারকালে রিদওয়ানের দেহ তল্লাশি করে পুলিশ ৩৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নতুন করে মাদক মামলা রুজু করা হয়েছে।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, “দুই আসামিই দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আশ্রাফুল ও রিদওয়ানকে যথাক্রমে সীতাকুণ্ড ও শান্তিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   চট্টগ্রাম   আসামি গ্রেপ্তার   মামলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft