নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ১০:২৮ পিএম

নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে নবীর আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নাটোর সদর উপজেলার নেপালদিঘী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নবীর আলী রাজশাহী জেলার বাঘা এলাকায় বাসিন্দা। তিনি অনেক বছর ধরে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ইসলাবাড়ি শ্বশুড়বাড়ি এলাকায় বসবাস করতেন।

মাদারীপুরে বিএনপি নেতার গাড়ি হতে বিদেশী মদসহ আটক-৫, গাড়ি জব্দ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নেপালদিঘী এলাকার ইদ্রিস আলীর বাড়ি থেকে মালামাল চুরি করে পাশে আরেকটি বাড়িতে প্রবেশ করে নবীর আলী। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে স্থানীয়রা এসে তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই নবীর আলীর মৃত্যু হয়। পরে রোববার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ রোববার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠায়। প্রাথমিক ভাবে ধারাণা করছি, গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নাটোর   গণপিটুনি   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft