মাদারীপুরে বিএনপি নেতার গাড়ি হতে বিদেশী মদসহ আটক-৫, গাড়ি জব্দ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:১৭ পিএম

সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ন-সাধারন সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুকের ব্যবহৃত একটি জিপ গাড়ি থেকে এক বোতল বিদেশী মদ ও ৬টি স্টাম্প জব্দ করা হয়েছে।এসময় গাড়িটি জব্দ এবং গাড়ির চালকসহ তাঁর ৫ অনুসারীকে আটক করে সেনাবাহিনী।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে জব্দ মালামালসহ গাড়িটি সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ সময় মাশুকুর রহমান গাড়িতে ছিলেন না।

সেনাবাহিনী, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক মাদারীপুর শহরে একটি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। রাতে তার ব্যবহৃত জিপ গাড়িটি শহরের লেকপাড় থেকে তার চার অনুসারিকে নিয়ে চৌরাস্তার দিকে যাচ্ছিল। এ সময় সেনাবাহিনীর চেকপোস্টের কাছে এলে সেনা সদস্যরা সন্দেহবশত গাড়িটির গতিরোধ করেন এবং গাড়িতে তল্লাশি চালান। পরে গাড়ির ভিতর থেকে এক বোতল বিদেশী মদ ও ৬টি কাঠের স্টাম্প জব্দ করা হয়।এসময় গাড়ির চালকসহ মাশুকের ৪ অনুসারিকেও আটক করে সেনাবাহিনী। পরে জব্দকৃত গাড়িটি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প মাদারীপুর সরকারি কলেজে নিয়ে যাওয়া হয়।

রবিবার মাদারীপুর সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অপারেশনাল এনসিও মুঠোফোনে জানান,"সেনাবাহিনী নিয়মিত শহরের বিভিন্নস্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।তারই ধারাবাহিকতায় গতরাতে চৌরাস্তা এলাকায় তল্লাশি চালিয়ে একটি মার্সিডিজ জিপগাড়ি হতে ১২০০ মিলিলিটারের বিদেশী মদ ও নাশকতার কাজে ব্যবহৃত ৬টি লাঠিসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জব্দকৃত মালামালসহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।"

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, "সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে একটি জীপগাড়ি হতে এক বোতল মদ ও ছয়টি লাঠিসহ ৫ জনকে আটক করেছে। পরবর্তীতে জব্দকৃত মালামালসহ আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   মাদারীপুর   আটক   মদ   সেনাবাহিনী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft