ফের সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা, প্রক্টরসহ আহত অনেকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ১:৪০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন লন্ডনি বিল্ডিং এলাকার কাছে সংঘর্ষ শুরু হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর তিন দিক থেকে আক্রমণ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রক্টরসহ অন্ত্যত ১৫ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা গেছে। সংঘর্ষে উভয় পক্ষই ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা নিয়ে হামলা চালালে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এর আগে শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী তার ফ্ল্যাট বাসায় প্রবেশ করতে চাইলে তাকে মারধর করে বাসার দারোয়ান। তবে আশেপাশের শিক্ষার্থীদের দেখে দারোয়ান পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনার জের ধরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় বাসিন্দারা। গতকাল দিবাগত রাত ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত থাকা বহু শিক্ষার্থীকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। 

ঘটনার পর রোববার (৩১ আগস্ট) সকাল থেকেই পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ছাড়া আহতদের কথা বিবেচনায় নিয়ে আজকের সব পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জ/উ
নবাবগঞ্জে জাহিদ হত্যাকারিদের গ্রেপ্তার দাবি

নবাবগঞ্জে জাহিদ হত্যাকারিদের গ্রেপ্তার দাবি

নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের আলোচিত জাহিদ হত্যার প্রধান আসামী প্রকাশ্যে ঘুরলেও অজ্ঞাত কারণে ধরছেনা পুলিশ।
নির্বাচন ঠেকাতে মব-বিশৃঙ্খলা, আড়ালে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা

নির্বাচন ঠেকাতে মব-বিশৃঙ্খলা, আড়ালে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা

নির্বাচন কমিশন ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন ঠেকাতে মরিয়া হয়ে পড়েছে পতিত ফ্যাসিবাদী আওয়ামী
ভুয়া ওয়েবসাইট বানিয়ে প্রতারণা: সর্বস্বান্ত দেড় শতাধিক বিনিয়োগকারী

ভুয়া ওয়েবসাইট বানিয়ে প্রতারণা: সর্বস্বান্ত দেড় শতাধিক বিনিয়োগকারী

মোঃ হাবিবুর রহমান কাপ্তানবাজারের একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী। দীর্ঘদিনের পরিচিত অ্যাডভোকেট রহিম নামের এক ব্যাক্তির কথায়
সন্ত্রাসবিরোধী আইনে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আটক হওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুল লতিফ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়   শিক্ষার্থী   প্রক্টর   স্থানীয় এলাকাবাসী   সংঘর্ষ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft