প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:০৬ পিএম

নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের আলোচিত জাহিদ হত্যার প্রধান আসামী প্রকাশ্যে ঘুরলেও অজ্ঞাত কারণে ধরছেনা পুলিশ। তাছাড়া নিহতের পরিবারের সদস্যরা হত্যাকারিদের নানা হুমকি ধমকিতে এখন বাড়ি ছাড়া তার পরিবার।
এ অবস্থায় জাহিদ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দুষটান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন নিহতের পিতা-মাতা।
আজ শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর জাহিদকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হলেও এজাহারভুক্ত প্রধান আসামী শাওনকে গ্রেপ্তার করেনি পুলিশ।
এছাড়াও চার্জশিটও দেয়া হয়েছে মনগড়াভাবে। যার নারাজি দেয়া হয়েছে। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে। এ অবস্থায় মামলার প্রধান আসামীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।