করোনায় ফের একজনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ৯:০৪ পিএম

দেশে ২০ দিন পর গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও এক জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে কারও দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। এর আগে সর্বশেষ গত ৩ আগস্ট করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছিল।

আজ রোববার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৮টি নমুনা পরীক্ষা কারও দেহে করোনা ভাইরাস শনাক্ত করা যায়নি। এসময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৭২ জনে। এর মধ্যে চলতি বছরে ৭২৭ জন।

এছাড়া, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা চলতি বছরে দাঁড়িয়েছে ৩২ জনে। আর মোট মৃত্যু ২৯ হাজার ৫৩১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  স্বাস্থ্য   করোনা   মৃত্যু   স্বাস্থ্য অধিদপ্তর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft