বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ১০:৫৭ এএম

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই নারী, একজন পুরুষ ও ৩ বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। বুড়িগঙ্গা নদীর তীরবর্তী কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে ভাসমান অবস্থায় প্রথমে ৩০ বছরের এক নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর গলায় কালো রঙের বোরকা পেঁচানো ও পরনে গোলাপি রঙের সেলোয়ার-কামিজ ছিল। ওই নারীর লাশ উদ্ধারের এক ঘণ্টা পরে একই স্থান থেকে ওড়না দিয়ে পেঁচানো ৩ বছরের এক ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। 

নৌ-পুলিশের বরিশুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধারকালে দেখা যায়, যুবকের হাতের সঙ্গে নারীর একটি হাত বাঁধা অবস্থায় ছিল।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের মৃত্যু দুই থেকে তিন দিন আগে হয়েছে। মরদেহ ফুলে যাওয়ায় চেহারা স্পষ্টভাবে চেনা যাচ্ছে না। পরিচয় শনাক্তের জন্য ফরেনসিক টিমকে অবহিত করা হয়েছে। মরদেহ দুটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

জ/উ
বন্ধ গার্মেন্টস কারখানা, তেজগাঁওয়ে শ্রমিকদের রাস্তা অবরোধ

বন্ধ গার্মেন্টস কারখানা, তেজগাঁওয়ে শ্রমিকদের রাস্তা অবরোধ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে হঠাৎ করে একটি গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে
ঢাকাগামী যমুনা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনের কাছে লাইনচ্যুত

ঢাকাগামী যমুনা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনের কাছে লাইনচ্যুত

তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস (৭৪৬) ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। ফলে একটি
গ্যাস লিকেজ থেকে বাসায় ছড়ালো আগুন, একই পরিবারের ৯ জন দগ্ধ

গ্যাস লিকেজ থেকে বাসায় ছড়ালো আগুন, একই পরিবারের ৯ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বাসায় আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। আহতদের
কালকিনিতে নিখোঁজের ৭০ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থীর

কালকিনিতে নিখোঁজের ৭০ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থীর

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ৭০ দিনেও সন্ধান মেলেনি ৮ বছরের মাদ্রাসা শিক্ষার্থী নাছিমা আক্তারের। তার সন্ধানের

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft