সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে কঙ্কাল চুরি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৫:১৬ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নগর কয়রা ও কৃষ্টপুর কয়রা কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে কবর জিয়ারত করতে গিয়ে বিষয়টি জানতে পারেন মৃত ব্যক্তিদের স্বজনরা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কৃষ্টপুর কয়রা গ্রামের নজরুল ইসলাম জানান, প্রায় দুই বছর আগে ছেলে রুবেলকে কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে কবর জিয়ারত করতে এসে কবরের মাটি সরানো অবস্থায় পাই। পরে দেখা যায় কবরের ভেতরে কঙ্কাল নেই।

একই গ্রামের লিটন সরকার জানান, ৮ মাস আগে বাবা হারুন অর রশিদকে কবরস্থানে দাফন করা হয়েছে। সেই কবর খুঁড়ে কে বা কারা
কঙ্কাল নিয়ে গেছে। এ ঘটনায় আমরা মর্মাহত। 

তিনি আরো জানান, কবরবস্থান থেকে অন্তত সাতটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। আমরা দ্রুত কঙ্কাল চুরির চক্রকে শনাক্তপুর্বক শাস্তি দাবী
করছি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের দাবি বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আমরা ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছি। অভিযুক্ত কাউকে শনাক্ত করতে পারলে বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে মৃত স্বজনদের পরিবারের কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft