প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫:২৮ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলার ১০ নং কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের ১২ জন ইউপি সদস্য স্বাক্ষরিত আবেদন পত্র পাংশা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন।
গতকাল বুধবার ২০ আগষ্ট ইউনিয়ন পরিষদের সকল সদস্যগন উপস্থিত থেকে স্ব-শরীরে এ আবেদন পত্র জমা দিয়েছেন বলে ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জিল্লুল রহমান, তানজিল হোসেনসহ ইউপি সদস্যগন জানান।
তারা বলেন, আমাদের কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার মাহমুদ সুফল দির্ঘদিন অনুপস্থিত রয়েছে পরিষদে ঠিকমত আসেন না, বিশেষ করে গত বছরের ৫ আগষ্টের পর থেকেই তিনি অনিয়মিত। এ কারনে আমাদের ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এলাকার সাধারণ মানুষের কল্যাণের লক্ষে আমরা সম্বিলিত ভাবে সকল ইউপি সদস্য চেয়ারম্যান’র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদ্বয়ের নিকট আবেদন দিয়েছি, তিনি তা রিসিভ করেছেন এবং পরবর্তী আইননি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহরিয়ার মাহমুদ সুফল নৌকা মার্কায় ভোট করে বিজয় অর্জন করেছিলেন।
এ ব্যপারে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা বলেন, এ সংক্রান্ত একটি আবেদন পেয়েছি পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত জেলা প্রশাসক মহোদয় গ্রহণ করবেন।