নাব্যতা ফিরে পেল নাটোরের বড়াল নদী
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:৪৪ পিএম

অপরিকল্পিত বাঁধ নির্মাণ, দখল আর দূষণে দীর্ঘ চার দশকে মৃতপ্রায় হয়ে পড়া বড়াল নদীতে অবশেষে প্রাণ ফিরতে শুরু করেছে। নাটোরের বাগাতিপাড়ার বুক চিরে প্রবাহিত এ নদী আবারও জেগে উঠেছে স্বাভাবিক স্রোতে। বড়ালের বুকে ঝিলমিল পানির ঢেউ, দীর্ঘ ৪১ বছর পর নদী পারের মানুষদের চোখে আবারও আশা জাগাচ্ছে।

১৯৮৪ সালে ভাটির মানুষকে পদ্মার বন্যা থেকে রক্ষার জন্য বড়াল নদীর প্রবাহপথে নির্মাণ করা হয় তিনটি রেগুলেটরসহ স্লুইসগেট। প্রথমদিকে এটি জনকল্যাণে আসলেও সময়ের সঙ্গে সঙ্গে উল্টো অভিশাপে পরিণত হয়। কপাট বন্ধ থাকায় জমে যায় পলি, স্তরে স্তরে ভরাট হতে থাকে নদীর মুখ। নাব্যতা হারিয়ে ক্রমেই রূপ নেয় মরা খালে।

একসময়ের খরস্রোতা বড়াল শুষ্ক মৌসুমে হয়ে পড়ত পানি শূন্য। দীর্ঘ সময় ধরে পানি থাকায় না থাকায় মাছ ধরা বন্ধ হয়ে যায়, শুকিয়ে যায় ফসলি জমির সেচের উৎস। সংকটে পড়ে নদী কেন্দ্রিক মৎস,কৃষি, অর্থনীতি সহ নদী নির্ভর মানুষদের ভাগ্য। নদীপাড়ের মানুষের জীবনে নেমে আসে দুর্ভোগ।

চলতি মৌসুমে কর্তৃপক্ষ বড়ালের উপর নির্মিত তিনটি স্লুইসগেট এর জলকপাট খুলে নেয়। ফলে বড়ালের বুকে আবারও শুরু হয়েছে পানির প্রবাহ। দীর্ঘদিন পর নদীতে পানি এমন প্রবাহ দেখে উচ্ছ্বাস প্রকাশ করছে স্থানীয়রা। অনেকেই বলছেন শৈশবের স্মৃতিতে থাকা নৌকাবাইচ, জেলেদের ভোরের জাল ফেলা, কিংবা বর্ষার দিনে নদীর ঢেউয়ে মেতে ওঠার দিনগুলো হয়তো আবার ফিরে আসবে।

বাগাতিপাড়া উপজেলার মৎস্যজীবী সমিতির সদস্য, মুন্না বলেন, “এক সময় বড়াল নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতাম। দীর্ঘদিন পানি না থাকায় মাছ শিকার করে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। নদীতে পানি আসায় আশা করছি আগের মতো মাছের পরিমাণ বাড়বে।

বড়াল নদী শুধু মাছের উৎস নয়, বরং কৃষিজমিতে সেচ দেওয়ার প্রধান ভরসা ছিল। তবে শুষ্ক মৌসুম আসলেই সেচের পানির জন্য ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করতে হয়েছে কৃষকদের। এতে খরচ বেড়েছে কয়েকগুণ, নেমে গেছে পানির স্তর। 

কৃষক জামালুর রহমান ওরফে টনি,  জানান, বড়ালে পানি থাকলে জমি সেচে অনেক খরচ কমবে। কমে আসবে সফলের সামগ্রিক খরচ। ভূগর্ভস্থ পানিতে যে টাকা খরচ হয়, নদীর পানি পেলে তার চেয়ে অনেক কম খরচে ফসল ঘরে তোলা সম্ভব।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার জানান, মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশক্রমে বড়ালে স্লুইসগেটের কপাট উত্তোলন করা হয়েছে। এতে মরাখালে পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং নদী পুনরায় প্রাণ ফিরে পেয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft