মেহেরপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে এক বেকারিকে জরিমানা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৮:২২ পিএম আপডেট: ৩০.০৭.২০২৫ ৮:২৪ পিএম

মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির দায়ে নিউ বোম্বে বেকারি অ্যান্ড সুইটসকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান,  বাংলাদেশ সেনাবাহিনী মেহেরপুর ক্যাম্পের কাছ থেকে এ বেকারির কিছু তথ্য পায় আমরা। এ তথ্যর ভিত্তিতে মেহেরপুর যাদুবপুর রোডের নিউ বোম্বে বেকারি অ্যান্ড সুইটসে অভিযান পরিচালনা করা হয়। 

সরেজমিনে অভিযান পরিচালনার সময় দেখা যায়, বেকারিটি দীর্ঘদিন ধরে বাজারজাত করছিল এমন কিছু খাদ্যপণ্য, যেগুলোর মান নিয়ন্ত্রণের অভাব ছিল। অনেক পণ্যের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এসব অপরাধের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৫১ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবুল কালাম আজাদকে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উনারা একটি নির্দিষ্ট সময় চেয়েছে সেই সময়ের মধ্যে উনারা উনাদের সমস্যাগুলো সমাধান করবে। আর নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকা তাদের সার্বিক সহযোগিতা দেবে ভবিষ্যতে তারা যেন মান সম্মত খাবার তৈরী করতে পারে।

অভিযানের সময় সেনাবাহিনীর একটি টিম, নিরাপদ খাদ্য অধিদপ্তর, বাজার কমিটি প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft