প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ২:৫২ পিএম আপডেট: ০১.০৬.২০২৫ ২:৫৫ পিএম

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নে পাহাড় ধসে ঘরে চাঁপা পড়ে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর রাতে গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা মৃত আসিদ আলীর ছেলে মো: রিয়াজ উদ্দিন (৫৫), স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া খাতুন (১৪) ও ছেলে আব্বাস আলী (৯)।
চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
উপজেলার লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান খলকুর রহমান বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই, স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিকভাবে উদ্ধার তৎপরতা শুরুর চেষ্টা করা হলেও টানা ভারী বর্ষণের কারণে কাজ চালানো সম্ভব হচ্ছিল না। পরে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও গোলাপগঞ্জ মডেল থানাকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ধসের নিচে চাপা পড়া চারজনের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত রিয়াজ উদ্দিনের বাড়িটি পাহাড়ের একেবারে পাদদেশে অবস্থিত ছিল। গত চারদিনের টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটি ধীরে ধীরে নরম হয়ে পড়ে। রোববার ভোররাতে হঠাৎ একটি বিকট শব্দ হয়, এরপরই ওপর থেকে পাহাড় ধসে পড়ে তার বাড়ির ওপর। ওই সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে তারা মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারান।
তারা আরও জানান, লক্ষণাবন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকায় বহু পরিবার টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। অতীতেও এমন পাহাড় ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবারও প্রমাণিত হলো পাহাড়ি এলাকায় এভাবে বসবাস কতটা বিপজ্জনক। তারা দ্রুত এসব ঝুঁকিপূর্ণ বসতি স্থানান্তরের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের সহায়তায় চার জনের মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।