নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদ নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ২:৪২ পিএম

নাইজেরিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (৩১ মে) দেশটির কানো প্রদেশের গারুন মালম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দৈনিক নাইজেরিয়ার প্রতিবেদনে বলা হয়, ওই বাসের সঙ্গে অন্য কোনো গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেনি। হয়তো অতিরিক্ত গতি কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে। বাকি গাড়িগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।

নাইজেরিয়ার ওগুন প্রদেশে জাতীয় ক্রীড়া উৎসব শেষ করে ৩১টি বাস কানো প্রদেশে ফিরছিল। একটি বাসে যাত্রীসংখ্যা ছিলো ৩৭ জন। তাদের মধ্যে বেশিরভাগই ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা। 

স্থানীয় সময় সকাল ৮টায় গারুন মালমে পৌঁছালে ডাকা সালে নামক ব্রিজ থেকে বাসটি পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১৯ জন নিহত হন। বাকি দুজন মারা যান কুরা সাধারণ হাসপাতালে।

এ ঘটনায় শোক জানিয়েছেন নাইজেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার। তিনি বলেছেন, ‘তারা ছিল আমাদের জাতির সেরাদের মধ্যে অন্যতম, নিবেদিতপ্রাণ, প্রতিভাবান এবং প্রতিশ্রুতিতে পূর্ণ।’

তিনি আরও বলেন, ‘ওগুনে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft