শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

টঙ্গীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক-৩
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

টঙ্গীর দত্তপাড়ার বনমালা রোডে 'গাজীপুর আওয়ামী পরিবার' এর ব্যানারে মিছিল করার অপরাধে টঙ্গী পূর্ব থানা পুলিশ ৩ যুবককে আটক করেছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার (২২ মে) ভোর ৬টার দিকে সরকারী ভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছসেবক লীগ কমীরা টঙ্গী-জয়দেবপুর রোডের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়াস্থ বনমালা রোডে মিছিলটি করে।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানাধীন ৪৮ নং ওয়ার্ডের বনমলা জয়দেবপুর-টঙ্গী রোডের হায়দারাবাদ ব্রিজ সংলগ্ন রাস্তার ওপর চলন্ত অবস্থায় 'গাজীপুর আওয়ামী পরিবার' এর ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়।

টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও টঙ্গী সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর,  ৪৯ নং ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সোহেল,  ৪৯ নং ওয়ার্ডের  সাবেক ছাত্রলীগ সভাপতি জুয়েল হোসেন জয় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীদের নেতৃত্বে ১৫/২০ জন হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি কয়েক মিনিটের ব্যবধানে টঙ্গী পূর্ব থানাধীন হায়দারাবাদ ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে পূবাইল থানাধীন আক্কাস মার্কেট এলাকায় প্রবেশ করে এবং মিছিলকারীরা নিজেরাই ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে চলে যায়।

বিষয়টি জানতে পেরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ৩ যুবককে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, মিছিলের চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft