বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 

লাহোর কালান্দার্সের হয়েই খেলবেন সাকিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৭:৫২ অপরাহ্ন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান আবারও ফিরেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ। চলমান দশম আসরে এবার লাহোর কালান্দার্স স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল (রোববার) লাহোরের জার্সিতে মাঠে নামতে পারেন সাকিব।

লাহোর কালান্দার্স একটি এক্স পোস্টে সাকিবের দলে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে। পোস্টে তারা লিখেছে—“কুশল পেরেরা, সাকিব আল হাসান এবং ভানুকা রাজাপাকসে পৌঁছে গেছেন ইসলামাবাদে—তারা এসেছেন নিজেদের সেরাটা দিতে! ক্যালান্দার্স পরিবার, আপনারা প্রস্তুত তো?”

চলতি আসরের শুরুতে কোনো দল না পেলেও, বিদেশি খেলোয়াড় সংকটে পড়া লাহোর কালান্দার্স শেষ মুহূর্তে দলে নিয়েছে সাকিবকে। তিনি আসছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের বদলি হিসেবে। খেলতে হলে বোর্ডের অনুমতি লাগে, সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সেই অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন।

পিএসএলে এর আগে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন সাকিব: ২০১৬ সালে অভিষেক করাচি কিংসের হয়ে, পরে খেলেছেন পেশোয়ার জালমি
এবং লাহোর কালান্দার্সের জার্সিতে।

এ পর্যন্ত পিএসএলে ১৪টি ম্যাচে সাকিবের সংগ্রহ ১৮১ রান ও ৮ উইকেট। যদিও পরিসংখ্যানটা আহামরি নয়, তবে অভিজ্ঞতা ও ম্যাচ-পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতায় এখনো বড় সম্পদ তিনি।

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহের বিরতির পর শনিবার থেকে আবার শুরু হয়েছে পিএসএল। বিদেশি খেলোয়াড়দের অনেকেই ফিরতে না পারায় নতুন করে স্কোয়াড গঠন করছে দলগুলো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft