বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 

চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখলো চেলসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৩:৫০ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করতে মরিয়া চেলসি ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। শুক্রবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে হওয়া উত্তেজনাপূর্ণ ম্যাচে একমাত্র গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেলা।

৭১তম মিনিটে অধিনায়ক রিস জেমসের অসাধারণ ক্রস থেকে হেডে বল জালে জড়ান কুকুরেলা। গোলটি করার আগে রিস জেমস ইউনাইটেডের রক্ষণভাগকে একাধিক বার কাটিয়ে দেন অসাধারণ ড্রিবলিংয়ে, যা দর্শকদের চোখের প্রশান্তি দিয়েছে।

পুরো ম্যাচে ইউনাইটেড খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। চেলসি বেশিরভাগ সময় বলের দখল রেখেও একাধিক সহজ সুযোগ মিস করে। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই চেলসি কোচ এনজো মেয়ারেস্কা, খেলোয়াড় ও সমর্থকদের মাঝে উচ্ছ্বাসের জোয়ার দেখা যায়।

এই জয় চেলসিকে এনে দিয়েছে ৪র্থ স্থান, অ্যাস্টন ভিলার সমান ৬৬ পয়েন্ট তাদের। যদিও উভয় দলেরই মৌসুমে আর মাত্র একটি করে ম্যাচ বাকি রয়েছে। তাই এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, শেষ চারের ভবিষ্যৎ।

এই ম্যাচটি ছিল চেলসির চলতি মৌসুমের শেষ হোম ম্যাচ। ম্যাচ শেষে চেলসির খেলোয়াড়রা মাঠে ‘ল্যাপ অব অনার’ দেয়। শেষ ম্যাচে তারা খেলবে নটিংহাম ফরেস্টের বিপক্ষে, যারা বর্তমানে সপ্তম স্থানে।

অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এটি ছিল আরও এক হতাশাজনক রাত। মৌসুমের শুরু থেকে খারাপ ফর্মে থাকা দলটি এখন পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft