শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

মহেশপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ ২২ বাংলাদেশি আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৬:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ১২ মে, ২০২৫, ৬:১৫ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২২ বাংলাদেশি নাগরিকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। ১০ ও ১১ মে তারিখে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপি এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

গতকাল রোববার (১১ মে) ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেনীপুর, উথলী, ও রাজাপুর বিওপি’র অভিযানে ৪২ বোতল ভারতীয় মদ, ৩ কেজি গাঁজা এবং ৯৫২ পিস নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত দিয়ে অবৈধ পারাপারের সময় পৃথক অভিযানে মোট ২২ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৫ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

আটককৃত ব্যক্তিদের বাড়ি নড়াইল, যশোর, রাজবাড়ী, কুমিল্লা, বাগেরহাট, নোয়াখালী ও খাগড়াছড়ি জেলায় বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft