প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে মারধর করে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী বাহিনী। এ বাহিনী সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাইয়ের বলে অভিযোগ।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী রনেল মিয়া বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় বাজার নিলামে অংশগ্রহণ করেন উপজেলার অনেকেই।
এই নিলামে ব্যবসায়ী রনেল মিয়াও অংশগ্রহণ করেন। নিলাম শেষে উপজেলা পরিষদ থেকে বের হয়ে রনেল মিয়া গোল চত্বর এলাকায় গেলে সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই ও তার ছেলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও স্থানীয় প্রভাবশালী চক্র হামলা চালিয়ে মারধর করে তার ২৪ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী রনেল মিয়া জানান, 'আমি ন্যায়বিচার চাই, তাই লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় আমি ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় আছি।
আমাকে বিভিন্নভাবে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে তারা।'
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলেসুর রহমান জানান, 'এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'