মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
 

রাণীনগরে ১৭১৯ কেজি সরকারি চাল জব্দ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৭:০৬ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ১৭১৯ কেজি চাল চব্দ করা হয়েছে। বুধবার রাত ১১টা নাগাদ উপজেলার বিলকৃষ্ণপুর ধোপাপাড়া এলাকা থেকে এই চালগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। 

সহকারী কমিশনা জানান, সরকারী চাল পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তি উপজেলার বিলকৃষ্ণপুর ধোপাপাড়া মজিবর রহমানের ছেলে আশরাফ আলীর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মালিক বিহীন তার বাড়ী থেকে মোট ১৭১৯কেজি চাল জব্দ করা হয়েছে। জব্দকৃত চালগুলো পারইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ইদ্রিস আলীর হেফাজতে রাখা হয়েছে। 

তিনি আরো জানান, প্রাথমিক ভাবে চালগুলো সরকারী খাদ্যবান্ধব কর্মসূচীর হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া বেশ কিছু সরকারী খালি বস্তাও পাওয়া গেছে। তবে চালগুলো সরকারী কি না, এবং প্রকৃত মালিক কে তা জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান একটি তদন্ত কমিটি গঠন করেছেন। গঠিত তদন্ত কমিটির তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, যে বাড়ী থেকে চালগুলো জব্দ করা হয়েছে ওই বাড়ীর মালিক জানিয়েছেন চালগুলো তার নয়। এই জন্য চালের প্রকৃত মালিক কে বা কারা এর সাথে জরিত এবং চালগুলো সরকারী কিনা এসব বিষয়ে জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটি আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। এর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft