শনিবার ১০ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
 

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ পরিচালক আহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ২:৫২ অপরাহ্ন

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়েছেন পাহাড়িদের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) পরিচালক বাইট্টা চাকমা ওরফে লেত্তু চাকমা (৫৪)।

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার সাপছড়ির যৌথ খামার মইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সন্ধ্যায় সশস্ত্র একটি গ্রুপ এলাকায় এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে বাইট্টা চাকমা গুরুতর আহত হন। গুলির শব্দ শুনে এলাকাবাসী আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেছেন, বিষয়টি শুনেছেন, তবে বিস্তারিত কিছু জানতে পারেননি।

এদিকে রাতে রাঙামাটি জেলা ইউপিডিএফের সংগঠক সচল চাকমা সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ঘটনার জন্য জেএসএস সন্তু লারমা গ্রুপ দায়ী।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমছড়ির ডেপ্পোছড়ি থেকে সিএনজি চালিত দুটি অটোরিকশায় করে সন্তু গ্রুপের ছয়জনের একটি সশস্ত্র দল যৌথ খামার টিভি মৌন পাড়ায় ইউপিডিএফ সদস্যের বাড়িতে হানা দেয়। এ সময় তিনি বাড়ির উঠানে অবস্থান করছিলেন। সন্তু গ্রুপের সন্ত্রাসীরা তাকে দেখামাত্র গুলি করতে থাকেন। এতে তার কোমরে ও হাতে গুলি লাগে। হামলার পর সন্ত্রাসীরা ডেপ্পোছড়ির দিকে পালিয়ে যান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft