শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মোঃ রাকিব শিকদার
আনোয়ার আরমান
প্রকাশ: রোববার, ১১ মে, ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১১ মে, ২০২৫, ৭:২৫ অপরাহ্ন

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোলা জেলার সন্তান মোঃ রাকিব শিকদার।

আজ ১০ মে, ২০২৫ (শনিবার) হাতিরঝিল সংলগ্ন X Bite রেস্টুরেন্টে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়  কর্মীসভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। 

দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোট গণনা শেষে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সহ-সভাপতি দিনার হোসেন স্বাক্ষরিত এক নোটিশে সাব্বির হোসেনকে নতুন সভাপতি ও মোঃ রাকিব শিকদারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচনে সাব্বির হোসেন ৭২ ভোট, মোঃ রাকিব শিকদার ৬৪ ভোট পেয়ে জয়লাভ করেন, অন্যদিকে মো. দোবাইদুর রহমান পান ৪৪ ভোট ও সাইফুল ইসলাম মিরাজ ৫০।

নতুন সাধারণ সম্পাদক তার জয়ে সকল শিক্ষার্থী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ছাত্রদলের উন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার করেছেন।

এই নির্বাচনের মাধ্যমে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো, যা আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল করবে বলে আশা করা যাচ্ছে।

এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের  মতামত ভোটের মাধ্যমে  প্রয়োগ করে তাদের  নেতা নির্বাচিত  করছেন,  যা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী  বান্ধব রাজনীতি  উপহার  দিবে বলে আশাবাদী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft