রোববার ৪ মে ২০২৫ ২১ বৈশাখ ১৪৩২
 

পাঁচবিবিতে হত্যা চেষ্টার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডলকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে নৃশংস হামলার প্রতিবাদে পাঁচবিবি উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডলের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল রেলস্টেশনের পূর্ব প্রান্ত হতে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বারোয়ারী মন্দির চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ছাত্রনেতা শামীম হোসেন মন্ডলের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক লিটন মন্ডলের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বুলেট, পাঁচবিবি থানা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ, যুব নেতা হারুনুর রশিদ দোয়েল, থানা যুবদলের সাবেক আহবায়ক মাসুম ও বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিব প্রমুখ। 

বক্তারা ছাত্রনেতা শামীম হোসেন এর উপরে গুলি করে হত্যার চেষ্টাকারীদের আগামী সাতদিনের মধ্যে গ্রেপ্তারের দাবী জানান অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft