মাঠ থেকে ফেরার পথে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ২:৩৬ পিএম

মাদারীপুরের রাজৈরে মাঠ হতে ধান কেটে নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে কাজল বাড়ৈ (১৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক কাজল বাড়ৈ একই গ্রামের জ্ঞান বাড়ৈর ছেলে।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাবার সঙ্গে নিজ জমি থেকে ধান কাটতে যায় কাজল। পরে হঠাৎ করে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় তার কাছাকাছি বজ্রপাত হলে তিনি জ্ঞান হারিয়ে জমির মধ্যে লুটিয়ে পড়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার এএসআই রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft