মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
 

নাটোরে মাদ্রাসা থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১:০০ অপরাহ্ন

নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকা থেকে জামিয়াতুল নুরানিয়া মাদ্রাসার তৃতীয় তলা থেকে মো. সিয়াম হোসেন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার (১৩ এপ্রিল) সকালে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের কান্দিভিটুয়া এলাকার ওই মাদ্রাসা থেকে ছাত্রে লাশ উদ্ধার করা হয়। 

নিহত ছাত্র মোঃ সিয়াম হোসেন(১৪) নওগাঁ জেলার মান্দা উপজেলার চেরাকপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। এবং সে ওই মাদ্রাসায় মক্তব বিভাগে ছাত্র ছিল।

মাদ্রাসার শিক্ষকরা জানান, সকালে সিয়ামকে দেখতে না পেয়ে মাদ্রাসার শিক্ষক ও সহপাঠিরা খোঁজাখুঁজির শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে মাদ্রাসার তৃতীয় তলায় একটি রুমে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। এসময় নিহত ছাত্রের পরিবারের লোকজনকে বিষয়টি জানানো হয়। পরে মাদ্রাসার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ও নিহতের পরিবারের লোকজন বিষয়টি নিশ্চিত হয়।

নাটোর সদর থানার পুলিশ কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft