বৃহস্পতিবার ৩ এপ্রিল ২০২৫ ২০ চৈত্র ১৪৩১
 

বকেয়া বেতনের দাবীতে শ্রম ভবনের সামনে শ্রমিকদের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১:৫৭ অপরাহ্ন

বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটিসহ বিভিন্ন দাবিতে আজ শনিবারও রাজধানীর শ্রম ভবনের সামনে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। 

আজ শনিবার (২৯ মার্চ) বিকেল ৪টার মধ্যে দাবি-দাওয়া মেনে নেওয়ার জন্য সরকারকে আল্টিমেটাম দিয়েছেন তারা, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

জানা যায়, শ্রম ভবনের সামনে বর্তমানে ৩০০ শতাধিক শ্রমিক অবস্থান করছেন। তাদের বেশিরভাগই নারী। অনেকেই কান্না করছিলেন। 

বেতন-বোনাসের দাবিতে গত কয়েকদিন ধরেই শ্রম ভবনে অবস্থান করে বিক্ষোভ করছেন তারা।

শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের বক্তব্য প্রত্যাখ্যান করে তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে গতকাল বিকেলেও বাসন হাতে ভুখা মিছিল করেছেন শ্রমিকরা।

আজ শ্রমিকরা জানান, বেতন-বোনাস না নিয়ে তারা বাড়ি ফিরে যাবেন না। প্রয়োজনে শ্রম ভবনেই ঈদ করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, 'বাড়িতে ছেলে-মেয়েরা না খেয়ে আছে। বেতন ছাড়া বাড়ি গেলে ওদের সামনে মুখ দেখাব কেমন করে!'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft