প্রকাশ: রোববার, ৩০ মার্চ, ২০২৫, ৫:৫০ অপরাহ্ন

ঈদুল ফিতর উদযাপনের মধ্যেও আজ রোববার গাজায় নৃসংশ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে পাঁচজন শিশুসহ ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই দিন আগে মিশর ও কাতারের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে রাজি হওয়ার কথা জানিয়েছে হামাস।
হামাসের রাজি হওয়ার খবর প্রকাশের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি ইস্যুতে তারাও একটি পাল্টা প্রস্তাব দিয়েছে।
এদিকে খাদ্য সঙ্কটের কারণে গাজায় মানবিক পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। বিশ্ব খাদ্য সংস্থা আশঙ্কা প্রকাশ করে বলেছে, গাজায় ইসরায়েলি অবরোধ অব্যাহত থাকায় সেখানকার খাদ্যের মজুত ক্রমশ কমে আসছে। আর মাত্র ১০ দিনের মধ্যে সকল মজুত খাদ্য শেষ হয়ে যেতে পারে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দেড় বছরের গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫০ হাজার ২৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ১৪ হাজার ৯৫ জন আহত হয়েছেন।
তবে গাজার সরকারি গণমাধ্যম দুই মাস আগেই বলেছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি। ধ্বংসস্তুপের নিচে এখনও হাজার হাজার মরদেহ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।