বৃহস্পতিবার ৩ এপ্রিল ২০২৫ ২০ চৈত্র ১৪৩১
 

পাকিস্তানে ‘ড্রোন হামলায়’ নিহত ১১
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ মার্চ, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৩০ মার্চ, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন

পাকিস্তানের মারদানে ‘ড্রোন হামলায়’ ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গতকাল শনিবার সামরিক অভিযান পরিচালনার সময় তাঁরা নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তারা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মারদার জেলার তাকলাং তেসিল এলাকার শামোজিয়াতে গতকাল শনিবার অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, অভিযানের সময় ড্রোন ব্যবহার করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। তারা সবাই খামারি হিসেবে ওই এলাকায় কাজ করছিলেন।

মারদানের জেলা প্রশাসক বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার ঘটনা স্বীকার করে প্রেস নোট দিয়েছেন। সেখানে এ ঘটনাকে ‘অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জানতে পারে, পাহাড় বেষ্টিত কাতলাং এলাকায় সন্ত্রাসীদের আস্তানা রয়েছে। এরপর সেখানে অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। এ সময় অপ্রত্যাশিতভাবে কিছু হতাহতের ঘটনা ঘটে।

প্রেস নোটে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানে অপ্রত্যাশিতভাবে কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

তবে এই অভিযানকে ‘সফল’ বলেও দাবি করা হয়েছে। প্রেস নোটে বলা হয়েছে, অভিযান সফল হয়েছে এবং এই অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের একাধিক গুরুত্বপূর্ণ আস্তানা ধ্বংস করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, যারা আহত হয়েছেন, তাদের এরই মধ্যে চিকিৎসা সুবিধা প্রদানসহ তাদের পরিবারকে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনা তদন্তে জরুরিভাবে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft