প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ২:১৫ অপরাহ্ন

প্রতিবছরের মতো এবারও ঈদ উদযাপন করতে রাজধানী ঢাকা ছাড়ছে হাজারো মানুষ। তবে সাধারণত ঈদযাত্রায় যে চরম ভোগান্তির অভিজ্ঞতা হয়, এবার তার কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে। বিশেষ করে রেলপথে যাত্রীদের স্বস্তির ছাপ স্পষ্ট।
ঈদের সময় ট্রেন বিলম্বের ঘটনা প্রায় নিয়মিত হলেও এবার এখন পর্যন্ত কোনো ট্রেন দেরিতে ছাড়েনি। আজ শনিবার সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে প্রতিটি ট্রেন নির্ধারিত সময়েই যাত্রা শুরু করেছে।
ঈদযাত্রার ষষ্ঠ দিনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়নি। সাধারণত ঈদের সময় স্টেশনে প্রচণ্ড ভিড় দেখা গেলেও এবার অনেকটাই নিয়ন্ত্রিতভাবে যাত্রীরা ট্রেনে উঠছেন। যাত্রীরা নিজেদের নির্ধারিত টিকিটের আসনে বসতে পারছেন।
প্ল্যাটফর্মের বাইরের অংশে কিছুটা ভিড় থাকলেও ভেতরে টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তিন স্তরের নিরাপত্তা চেকিং ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, ফলে অবৈধভাবে প্রবেশের সুযোগ নেই। এদিকে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে টিকিট বিক্রির ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে, যা আগে থেকেই পরিকল্পিত। এতে করে নির্ধারিত যাত্রীসংখ্যার চেয়ে কিছু বেশি যাত্রীকে গন্তব্যে পৌঁছানোর সুযোগ দেওয়া হচ্ছে।
আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো- ট্রেনের ছাদে যাত্রী ওঠার দৃশ্য দেখা যাচ্ছে না। কঠোর নজরদারির কারণে কেউ ছাদে উঠতে পারছেন না। ট্রেনের প্রতিটি কোচে অতিরিক্ত যাত্রী থাকলেও তারা গন্তব্যে যাচ্ছেন তুলনামূলক স্বাচ্ছন্দ্যে।
যাত্রীদের অনেকে মনে করছেন এবারের ঈদ যাত্রা এতটাই নির্বিঘ্ন হচ্ছে, যেটা এর আগে বাংলাদেশে কখনো দেখা যায়নি। রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী ফখরুল ইসলাম বলেন, এ বছর ঈদ যাত্রা অনেক সুন্দর হচ্ছে। টিকিট কাটতে অনেকটা বেগ পেতে হলেও ট্রেনে কোনো বিলম্ব নেই, এর থেকে ভালো সংবাদ আর হতে পারে না।