বৃহস্পতিবার ৩ এপ্রিল ২০২৫ ২০ চৈত্র ১৪৩১
 

নাটোরে বেতন-ভাতার দাবীতে এ আই টেকনিশিয়ানদের মানববন্ধন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৯:০০ অপরাহ্ন

নাটোরে বেতন-ভাতা ও রাজস্বখাতে স্থানান্তরসহ ৭ দফার দাবীতে মানববন্ধন করেছে প্রাণিসম্পদ বিভাগের এ আই টেকনিশিয়ানরা।

আজ সোমবার(২৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেন তারা।

এসময় মাঠ পর্যায়ের অর্ধশতাধিক টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের টেকনিশিয়ানরা প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছেন। বাংলাদেশ প্রাণিসম্পদকে এগিয়ে নিতে আমাদের কর্মীরা পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু বিনিময়ে আমরা কিছুই পাই না। গত ৯ মাস থেকে বেতন বন্ধ। পরিবার নিয়ে আমরা অসহায় জীবন যাপন করছি।

প্রাণিসম্পদ বিভাগের সকল আদের্শ নিদের্শ পালন করছি। কিন্তু নামমাত্র আমাদের চাকরি কিন্তু আমাদের কোনো বেতন নেই। অনেক দিন থেকে আমাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। দ্রুত আমাদের বেতন ও বোনাস সহ সবকিছু পরিশোধ করতে হবে। দাবী না মানলে পরবর্তীতে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারী দেন তারা।

মানববন্ধনে বক্তব্যে রাখেন- টেকনিশিয়ান আবু তাহের গাজী, মো.খায়রুল ইসলাম, সুলতান মাহমুদ, মো.নজরুল ইসলাম প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft