শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

ফরিদপুরে জাপানি ব্যবসায়ীর অর্থ সহায়তা প্রদান
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন

প্রায় দেড় বছর পর আবারও ভালবাসার টানে ফরিদপুরে সাধারণ ও অসহায় মানুষের মাঝে ছুটে এসেছেন জাপানিজ ব্যবসায়ী মিস তামিকো মিজোয়ই। তিনি এসব মানুষের ভালবাসার কাছে মুগ্ধতা প্রকাশ করেন। নিজ হাতে তুলে দেন নগদ টাকা, চাল, ডাল ও তেল।

অকো-টেক্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ফরিদপুরে বয়স্ক ও বিধবা ত্রৈমাসিক ভাতা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাপানিজ সাপোর্ট সিষ্টেম কো-অপারেটিভের কর্ণধার মিস তামিকো মিজোয়ই। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (সিআইপি)।

গতকাল বুধবার জেলা সদরের ৯নং কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামে অবস্থিত আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই আয়োজন করা হয়। এ সময় জেলা সদরের কানাইপুর, কৈজুরী, কৃষ্ণনগর ও চাঁদপুর এবং সালথা উপজেলার আটঘর ও গট্টি ইউনিয়নের ৩১২ জন উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেককে দেওয়া হয় নগদ ৫'শ টাকা, ২৫ কেজি চাল, ২ কেজি তেল ও ২ কেজি ডাল।

বিতরণকালে মঞ্চ থেকে নেমে উপকারভোগীদের মাঝে ছুটে যান তামিকো মিজোয়ই। প্রত্যেকের হাতে সামগ্রী গুলো নিজ হাতে তুলে দেন তিনি। এ সময় অনেকে তার মাথায় হাত বুলিয়ে দেন।

এসব দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন। এছাড়া তিনি বক্তব্যকালে সোবহান সাহেবের কাজকর্ম দেখে মুগ্ধ হয়ে জাপানে সোবহান একাডেমী করেছেন বলে জানান এবং তার সাথে কাজ করার কথা জানান। তিনি বাংলাদেশে জাপানিজ স্কুল চালুর জন্য ইঞ্জিনিয়ার সোবহান সাহেবকে অনুরোধ করেন এবং স্কুলের মাধ্যমে শিক্ষার্থী এবং কর্মী ভিসায় দক্ষ লোক নেওয়ার কথা জানান। বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুল সংখ্যক লোক নেয়া হবে বলে জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft